ফেসবুকে স্ট্যাটাস, কমেন্ট, চ্যাটিং
করুন ইংরেজিতে
১৩ নভেম্বর, ২০১৫
শুরু হচ্ছে বিসিএস ৩৬তম প্রিলিমিনারি পরীক্ষা।
এই পরীক্ষার নানা দিক নিয়ে চাকরিবাকরিতে
নিয়মিত পরামর্শ দেবেন ৩০তম বিসিএস পরীক্ষায়
সম্মিলিতভাবে মেধাতালিকায় প্রথম স্থান
অধিকারী সুশান্ত পাল। এবারে থাকছে
ইংরেজি নিয়ে।
দুই ধরনের কাজে কখনো ক্লান্তি আসে না:
এক, যে কাজটি করতে আপনি ভালোবাসেন। দুই,
যে কাজটি না করলে আপনার অস্তিত্বই অর্থহীন
হয়ে পড়বে।চাকরির জন্য পড়াশোনা করাটাকে
যদি আমি দ্বিতীয় ধরনের কাজের মধ্যে ফেলে
দিই। তবে বলব, বিসিএস প্রিলিমিনারি
পরীক্ষার জন্য এখনো হাতে যে সময়টা আছে, সে
সময়ে যদি আপনি দৈনিক গড়ে ১৫ ঘণ্টা ঠিকমতো
ফাঁকি না দিয়ে পড়েন, তবে আপনি প্রিলি পাস
করবেনই। আপনার প্রস্তুতি শূন্যের কোঠায়, এটা
ধরে নিয়ে আমি আপনার জন্য প্রথম আলোতে
লিখছি।
এ সময়ে নিজের ওপর সর্বোচ্চ যতটুকু চাপ দেওয়া
যায়, ততটুকু চাপ দিয়ে পড়াশোনা করুন। শত শত
ইংরেজির প্রশ্ন সমাধান করুন, যেগুলো বিভিন্ন
চাকরি কিংবা ভার্সিটির নানান ভর্তি
পরীক্ষায় এসেছে। প্রতিটি প্রশ্নের উত্তর
ইন্টারনেটের বিভিন্ন গ্রামার ফোরাম,
ডিকশনারি, গ্রামার এবং ইউসেজের বই, বিভিন্ন
আন্তর্জাতিক মানের গ্রামার বই দেখে নিশ্চিত
হয়ে সমাধান করুন। গাইডের উত্তরকে সব সময়ই
বিশ্বাস করবেন না। কারণ, গাইড লেখকদের
জানার দৌড় খুব বেশি নয়। একটা প্রশ্নকে চারটা
প্রশ্নের সূতিকাগার বানান। যেটা উত্তর, সেটা
ছাড়াও বাকি তিনটা অপশন নিয়েও পড়াশোনা
করে ফেলুন।
নিচের কোনো বাক্যটি ভুল?
All the faith he had had had had no effect on the outcome of
his life.
One morning I shot an elephant in my pajamas. How he got
into my pajamas I’ll never know.
The complex houses married and single soldiers and their
families.
The man the professor the student has studies Rome.
The rat the cat the dog chased killed ate the malt.
দেখলে মনে হয় না, সব কটাই ভুল? মজার ব্যাপার
হলো, কোনোটিই ভুল নয়। এটা বুঝতে গ্রামারের
সঙ্গে কমনসেন্সও লাগে। আর কমনসেন্স ভালো
করার জন্য অনেক অনেক বেশি প্র্যাকটিসের
কোনো বিকল্প নেই।
বিসিএস প্রিলির ইংরেজির জন্য কিছু পরামর্শ
দিচ্ছি:
১. ফেসবুকে একটু বড় বড় স্ট্যাটাস, কমেন্ট লিখুন আর
চ্যাটিং করুন সহজ ইংরেজিতে। প্রতিদিন দু-
একটি ইংরেজি পত্রিকার সম্পাদকীয়কে অনুবাদ
করুন। কাজটি করাটা কষ্টকর, কিন্তু এটি
ট্রান্সলেশন আর ভোকাবুলারিতে খুবই কাজে
দেবে। সঙ্গে বিভিন্ন ইস্যুর ওপর আর্টিকেল আর
সম্পাদকের কাছে পত্র অর্থ বুঝে এবং কাগজে
লিখে লিখে সময় নিয়ে পড়ুন। ঢাকা
বিশ্ববিদ্যালয়ের আইবিএ/ইএমবিএ ভর্তি
পরীক্ষার আগের বছরের প্রশ্নগুলো থেকে
সিনোনিম-অ্যান্টোনিম পার্টটা সলভ করলে
কাজে আসবে।
২. কয়েকটি গাইড বই এবং জব সল্যুশন থেকে
প্র্যাকটিস করুন লিখে লিখে।
৩. লিটারেচার পার্টে দু-একটি প্রশ্ন আসে,
যেগুলোর উত্তর যাঁরা ইংরেজিতে অনার্স-
মাস্টার্স, তাঁরাও পারবেন না। নেগেটিভ
মার্কিং হয় এমন কম্পিটিটিভ পরীক্ষার নিয়মই
হলো, সব কটার উত্তর করা যাবে না। আগের
বিসিএস পরীক্ষাগুলোর প্রশ্ন+জব সল্যুশন+গাইড বই
আর সঙ্গে ইন্টারনেটে ইংলিশ লিটারেচার
বেসিকস নিয়ে ঘাঁটাঘাঁটি করলে কাজে
আসবে। বিভিন্ন কমন লিটারেরি টার্মস সম্পর্কে
পড়াশোনা করে নিন।
৪. গ্রামারের প্রশ্নগুলো পড়ার সময় যেসব প্রশ্নের
উত্তরে কনফিউশন থাকবে, সেসব প্রশ্নের উত্তরের
কনফিউশন দূর করার দায়িত্বটা ডিকশনারিকে
দিয়ে দিন। যেমন, Die শব্দটির পর বিভিন্ন Preposition
বসে। আপনি ডিকশনারির Die এন্ট্রিটাতে গিয়ে
যে উদাহরণগুলো দেওয়া আছে, সেগুলো দেখে
কোন ক্ষেত্রে কোনটি বসে, এটি লিখে লিখে
শিখলে ভুলে যাওয়ার কথা না।
৫. Analogyতে যে Word Pair দেওয়া থাকে, সে দুটি
দিয়ে একটা সহজ বাংলা বাক্য গঠন করুন।
অপশনগুলোর মধ্যে যে জোড়া সে বাক্যটির সঙ্গে
পুরোপুরি মিলে যায়, সেটিই উত্তর।
৬. ইংরেজির ক্ষেত্রে আগে গ্রামার শিখে
প্র্যাকটিস করতে যাবেন না, প্র্যাকটিস করতে
করতেই গ্রামার শিখুন।
৭. গ্রামার আর ল্যাংগুয়েজ সেন্স ডেভেলপ
করতে সহজ কিছু ইংরেজি বইও পড়তে পারেন।
প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে হ্যারি পটার
সিরিজের বইগুলোর ১৫ পৃষ্ঠা করে পড়ে দেখবেন
নাকি কী হয়!
৮. ৫টি করে নতুন শব্দ শিখে প্রতিটি দিয়ে ৩টা
করে বাক্য লিখুন। প্রতিদিন কী কী করলেন,
দিনের শেষে সহজ ইংরেজিতে অন্তত ৩ পৃষ্ঠা
লিখে ফেলুন।
ইংরেজিতে ভালো করতে হলে একজন নারীর
প্রেমে আপনাকে পড়তেই হবে; সে নারী
ডিকশনারি। ইংলিশ ফর দ্য কম্পিটিটিভ এক্জামস্,
আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাংগুয়েজ, অক্সফোর্ড
অ্যাডভান্সড লার্নারস ডিকশনারি, লংম্যান
ডিকশনারি অব কনটেম্পোরারি ইংলিশ,
সোয়ানের প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ,
ব্যারনস গ্রামার, অ্যালানের লিভিং ইংলিশ
স্ট্রাকচার, মারফির ইংলিশ গ্রামার ইন ইউজ,
ইস্টউডের অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার,
ফিটিকাইডসের কমন মিসটেকস ইন ইংলিশসহ আরও
কিছু প্রামাণ্য বই হাতের কাছে রাখবেন।
ইংরেজি শিখতে হয় লিখে লিখে। বিসিএস
পরীক্ষায় ভালো করতে ইংরেজিতে খুব ভালো
হওয়ার দরকার নেই, তবে ভয় না পেয়ে বেশি
পরিশ্রম করে ইংরেজি শেখার মানসিকতা
থাকতে হবে। ভোকাবুলারির জন্য ম্যাক ক্যারথি
এবং ও’ডেলের ইংলিশ ভোকাবুলারি ইন ইউজ (সব
কটি খণ্ড), নর্ম্যান লুইসের ওয়ার্ড পাওয়ার মেইড
ইজিসহ দু–একটি দেশীয় বইও দেখতে পারেন।
Post Top Ad
Your Ad Spot
Monday, December 7, 2015
BCS tips english @sushanta paul
Post Top Ad
Your Ad Spot