দশটি সূরা মুসলমানদের দশটি আপদ - বিপদ হতে রক্ষা করে। - 01

Follow us

728-90
Responsive Ads Here

Post Top Ad

Monday, December 7, 2015

দশটি সূরা মুসলমানদের দশটি আপদ - বিপদ হতে রক্ষা করে।

Your Ad Spot

দশটি সূরা মুসলমানদের দশটি আপদ -
বিপদ হতে রক্ষা করে।
==============================
যথা:-
(১)সূরা ফতিহা আল্লাহর গজব হতে রক্ষার
কারণ হয়।
(২) সূরা ইয়াসীন কিয়ামতের দিন পিপার্সাত
হওয়া থেকে রক্ষার মাধ্যম হবে।
(৩) সূরা দুখান কিয়ামতের দিনের ভয়াল
অবস্থা হতে রক্ষার মাধ্যম হবে।
(৪) সূরা ওয়াকি’আ দরিদ্রতা হতে রক্ষার কারণ
হয়।
(৫) সূরা মূলক কবরের আযাব হতে রক্ষার মাধ্যম
হবে।
(৬) সূরা কাওসার শত্রুর অনিষ্ট হতে রক্ষার
কারণ হয়।
(৭) সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফরী হতে রক্ষার
কারণ হয়।
(৮) সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষার কারণ
হয়।
(৯) সূরা ফালাক হিংসুকের হিংসার হতে
রক্ষার কারণ হয়।
(১০) সূরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা হতে
রক্ষার কারণ হয়।
এক আল্লাহর সত্য বানী আল কোরআনই পারে
সকল মুসলিমদের রক্ষা করতে।
পোষ্টটি শেয়ার করে সকল কে নেক আমল করার
সুযোগ করে দিন দ্বীনি ভাই ও বোনেরা।


Post Top Ad