আর্থিকভাবে জীবনে সফল
হওয়ার ৬টি গোপন সূত্র
ওয়ারেন বাফেট একজন আমেরিকান বড়
ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং একনিষ্ঠ
সমাজসেবী। তিনি বিংশ শতাব্দীর সব
থেকে সফল বিনিয়োগকারী। বার্কশায়ার
হ্যাথওয়ে নামক বিখ্যাত কোম্পানীর
চেয়্যারম্যান, প্রধান নির্বাহী এবং বিশাল
অংশীদার। তিনি ২০০৮ সালে পৃথিবীর শীর্ষ
ধনী নির্বাচিত হন এবং ২০১৫ সালে
নির্বাচিত হন পৃথিবীর শীর্ষ ৩য় ধনী
হিসেবে। ২০১৩ সালে টাইম ম্যাগাজিন
তাকে পৃথিবীর সব থেকে প্রভাবশালী
ব্যক্তি হিসেবে নির্বাচিত করে।
আর্থিকভাবে তিনি জীবনে সফল- একথা
নিশ্চিন্তে বলা যায়। কিন্তু ওয়ারেন বাফেট
আর সকল ধনীদের চাইতে একটু ভিন্ন ধরনের
লোক। তিনি বিভিন্ন সময় বিভিন্ন আলাপ
চারিতায় আর্থিক জীবনে সফল হওয়ার
সূত্রগুলো তুলে ধরেন। মুক্তমঞ্চ.কম খুঁজে বের
করেছে আর্থিকভাবে জীবনে সফল হওয়ার
৬টি গোপন সূত্রঃ
On earning: “Never Depend on single Income. Make
Investment to create a second source.”
উপার্জনঃ কখনই আয়ের একমাত্র উৎসের উপর
নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে
আরেকটি উৎস তৈরী করুন।
ব্যাখ্যাঃ ধরুন আপনি মাসে ৫০,০০০ টাকা
বেতনের একটি চাকরী করছেন। আপনার
লাইফস্টাইল ওইভাবে পরিচালিত হচ্ছে। এবার
আপনি যদি কোন কারনে বহিষ্কৃত হন বা
আপনার চাকরী চলে যায় তবে আপনি কি
ধরনের বিপদে পরবেন বুঝতে পারছেন?? এখন ধরুন
আপনি বলতে পারেন আমি সরকারী
চাকরীজীবি, সরকারী চাকরী সহজে যায়
না। তাহলে আপনাকে বলবো আপনি আমাকে
ভুল বুঝবেন না, ধরুন (আল্লাহ না করুন) যদি গুরুতর
এক্সিডেন্ট করে বেডে শুয়ে গেলে তখন কি
আর চাকরী থাকবে?? তাই জীবনে কোন
চাকরীকে চিরস্থাথী মনে করবেন না। কোন
ব্যবসাকে চিরস্থায়ী মনে করবেন না। তাই
আপনার সামর্থ্যের মধ্য থেকে দ্বিতীয় কোন
উপার্জনের উৎস তৈরী করুন। মুক্তমঞ্চ
On Spending: “If you buy things you do not need, soon
you will have to sell things you need.”
খরচঃ আপনার যা প্রয়োজন নেই যদি আপনি ক্রয়
করেন, তবে শ্রীঘ্রই আপনার যা প্রয়োজন তা
বিক্রি করতে হবে।
ব্যাখ্যাঃ খুব বেশী প্রয়োজন না হলে
বিলাসদ্রব্য কিনবেন না। আমরা আমাদের
প্রয়োজন ছাড়াও অনেক পণ্য কিনে থাকি। ধরুন
আপনার একটি স্মার্ট ফোন আছে এবং একটি
ল্যাপটপও আছে। কিন্তু এবার যদি আপনি
প্রয়োজনের বাইরে নতুন একটা ডেস্কটপ
কম্পিউটার কিনতে চান, তাহলে সেটা হয়ে
যাবে অপ্রয়োজনীয়। পরে দেখা যেতে
পারে আপনার জরুরী প্রয়োজনে ওইগুলো
বিক্রি করা লাগতে পারে। আর আপনি আমি
দুজনেই জানি বিক্রির সময় যথার্থ মূল্য আপনি
কখনই পাবেন না। মুক্তমঞ্চ
On Saving: “Do not save what is left after spending, but
spend what is left after saving.
সঞ্চয়ঃ খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয়
না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে
তা খরচ করুন।
ব্যাখ্যাঃ আমরা সারাটা জীবন এই যায়গায়
ভুল করি। আমরা সব খরচ করার পর যখন দেখি
২০০/৫০০ টাকা থাকে তখন তা সঞ্চয় করি।
যদিও বাংলাদেশের ৮০% লোক কোন ধরনের
সঞ্চয় করে না। আপনি আর্থিকভাবে নিরাপদ
থাকতে চাইলে অভ্যাস পরিবর্তন করতে হবে।
যেমন ধরুন্ আপনি ১০,০০০ টাকা বেতন পান।
এবার ১০০০ টাকা সবার আগে ব্যাংকে জমা
দিন। বাকি ৯০০০ টাকা দিয়ে সংসার
পরিচালনা করার বাজেট করুন। তাহলে
বিপদের সময় এই ষঞ্চয় আপনার একটি বিশাল
সাপোর্ট দেবে। মুক্তমঞ্চ
On Taking Risk: “Never test the depth of river with both
the feet”
ঝুঁকিঃ আপনার দুই পা ডুবিয়ে দিয়ে কখনই
নদীর গভীরতা মাপবেন না।
ব্যাখ্যাঃ কোথাও কোন ধরনের কাজ ফুল
রিস্ক নিয়ে করবেন না। সব সময় একটা ব্যাকআপ
নিয়ে রাখবেন। ধরুন আপনি একটি বাড়ি
তৈরী করবেন। এবার আপনার সকল অর্থ বাড়ীর
পিছনে ঢালবেন না। কিছু টাকা সবসময়
ব্যাকআপ হিসেবে রেখে দেবেন। কারন
প্রাকৃতিক দুর্যোগের কারনে বাড়ির ক্ষতি
হলে বা একদম গুড়িয়ে গেলে কিন্তু আপনার
সমস্থ পরিশ্রম মাটি হয়ে যাবে। মুক্তমঞ্চ
On Investment: “Do not put all eggs in one basket.”
বিনিয়োগঃ কখনই সব ডিম এক ঝুড়িতে
রাখবেন না।
ব্যাখ্যাঃ এই কথার সবথেকে বড় উদাহরন
বাংলাদেশের শেয়ার মার্কেট। যখন শেয়ার
মার্কেট খুব জমজমাট ছিলো তখন অনেকেই
বাড়ি, গাড়ি ব্রিক্রি করে শেয়ার কিনে
ছিলেন। পরবর্তীতে সেই শেয়ারের দাম পরে
গেলে অনেকেই পথের ফকির হয়ে গেছে।
অথবা যে চাকচিক্যময় জীবন যাপন করতো সে
হয়ত এখন কোন রকম খেয়ে পরে বেঁচে আছে।
তাই আপনার জীবনের সকল অর্থ কখনই কোন
একটা প্রজেক্ট ব্যয় করবেন না। মুক্তমঞ্চ
On Expecations: “Honesty is very expensive gift. Do not
expect it from cheep people.”
প্রত্যাশাঃ সততা খুবই দামী একটা উপহার।
এটা কখনই সস্তা লোকদের নিকট থেকে
প্রত্যাশা করবেন না।
ব্যাখ্যাঃ সততা আসলেই খুব দামী জিনিস।
আর সততা মানুষের মাঝে খুঁজে পেতে হলে
আপনাকে খুব সতর্ক হতে হবে। দেখা গেলো,
আপনার সমস্থ সোনা গয়না কারো কাছে
আমানত রাখলেন, পরে ঐ ব্যক্তি আপনার সমস্থ
সোনা গয়না নিয়ে পালিয়ে গেলো অথবা
বললো, একটা বা দুইটা গহনা হারিয়ে গেছে।
তখন আপনি কি করবেন। তাই, যাকে তাকেই সৎ
বা বিশ্বাসী মনে করবেন না। এই সৎ লোক
খুঁজে পেতে হলে আপনাকে খুব সতর্ক হতে হবে।
Post Top Ad
Your Ad Spot
Monday, December 7, 2015
আর্থিকভাবে জীবনে সফল হওয়ার ৬টি গোপন সূত্র ওয়ারেন বাফেট
Post Top Ad
Your Ad Spot